আপডেট
মানসম্পন্ন শিক্ষার মাধ্যমে উন্নত মানের পরিবেশে, মানব উন্নয়নের একটি প্রতিষ্ঠানের মডেল প্রদর্শনের স্বপ্ন নিয়ে ২০২৪ সালে প্রতিষ্ঠিত হয় জামি'আ আন্ওয়ারুল উলুম পাটোয়ারীর হাট।(মডেল মহিলা মাদ্রাসা)। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় এবং মেধা বিকাশ ও নৈতিকতার আত্মবিশ্বাসী সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে কওমী ও জেনারেল শিক্ষা পদ্ধতিগত , নিয়মিত পরীক্ষা, ধারাবাহিক অনুশীলন, শিক্ষাদানে আধুনিক শিক্ষা উপকরণ ব্যবহার করা হয়, রাজনীতি এবং ধূমপানমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ। মানসম্মত শিক্ষা ও প্রযুক্তিভিত্তিক জ্ঞানের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের অন্যতম লক্ষ্য। আমরা চেষ্টা করছি.ইনশা আল্লাহ ,আমি আশা করি অচিরেই এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের মেধার বিকাশ ঘটিয়ে ভালো ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে।
আরো পড়ুন# | শিরোনাম |
---|---|
1 |
Covid Notice
11-06-2025 |
2 |
ঈদ ও গীস্মের বন্দ
10-06-2025 |
# | শিরোনাম |
---|